অশ্রুসিক্ত নয়নেই চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা। লন্ডনের ক্লাবটির হয়ে চার বছর খেলার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ সোমবার (২৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় চেলসি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন থিয়াগো সিলভা। এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
ভিডিও বার্তায় সিলভা বলেন, 'চেলসি আমার কাছে অনেক কিছু। এখানে কেবল এক বছর থাকার ইচ্ছা নিয়ে এসেছিলাম আমি এবং চার বছর হয়ে গেল। স্বাভাবিকভাবে বিদায় জানানো কঠিন, আর যখন পারস্পরিক ভালোবাসা থাকে, তখন তা আরও কঠিন হয়ে পড়ে। যে একবার ব্লুজের অংশ হয়ে পড়ে, সে সবসময়ই ব্লুজ থাকে। এ এক অবর্ণনীয় ভালোবাসা। আমি কেবল ধন্যবাদই জানাতে পারি।'
ফরাসি লিগ থেকে ৩৫ বছর বয়সে থিয়াগো সিলভা এসেছিলেন বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে। পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেন চেলসিতে। এরপর চার মৌসুমে এখন পর্যন্ত ১৫১ ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন তিনটি শিরোপা।
এর আগে আরও একাধিক ক্লাবে খেলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি সিলভা। চেলসির অধ্যায়টা তাই স্মরণীয় হয়েই থাকবে এই ফুটবলারের কাছে। তাই তো ব্লুজদের চিরবিদায় জানাচ্ছেন না এই ডিফেন্ডার।
সিলভা বলেন, 'দরজা খোলা রেখেই যাচ্ছি আমি, যাতে করে অদূর ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় ফিরতে পারি। বিদায় তারাই জানায়, যারা ছেড়ে চলে যায় এবং ফিরে আসে না। তবে একদিন আমার এখানে ফেরার ইচ্ছা আছে।'