ঢাকা | বঙ্গাব্দ

তিন কিশোরীর চিঠি, ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছি!

ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা যায় তারা উত্তরপ্রদেশে রয়েছে। ২৬ মে উত্তরপ্রদেশের মথুরার বাজনা ব্রিজের কাছে রেললাইন থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।
  • | ৩০ মে, ২০২৪
তিন কিশোরীর চিঠি, ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছি! ১৩ মে বিহারের মুজাফফরপুর থেকে তিনজন কিশোরী একসঙ্গে নিখোঁজ হয়

ভারতের বিহারে নিখোঁজের ১০ দিন পর তিন কিশোরীর লাশ মথুরার রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিন কিশোরী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।

তবে নিখোঁজের আগে তাদের মধ্যে এক কিশোরীর লিখে যাওয়া চিঠি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাড়িতে রেখে যাওয়া চিঠিতে ওই কিশোরী লিখে গেছে, ‘আমাদের বাবা ডেকেছেন। আমরা হিমালয়ে যাচ্ছি। খোঁজ করার দরকার নেই। খোঁজার চেষ্টা করলে বিষ পান করবো।’  

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ১৩ মে বিহারের মুজাফফরপুর থেকে তিনজন কিশোরী একসঙ্গে নিখোঁজ হয়। এর ১০ দিন পরে মথুরার রেলওয়ে স্টেশন থেকে ওই তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তিনজনই মুজাফফরপুর জেলার কোম্পানি বাগ যোগিয়ামঠের বাসিন্দা। তাদের মধ্যে দুজনের বয়স ১৪ আর একজনের বয়স ১৩ বছর।

জানা গেছে, তিনজন নিখোঁজ হলে তাদের পরিবার থানায় অভিযোগ করে। পরে সেটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে পুলিশ। এরপর তিন কিশোরীর ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা যায় তারা উত্তরপ্রদেশে রয়েছে। এরপর ২৬ মে উত্তরপ্রদেশের মথুরার বাজনা ব্রিজের কাছে রেললাইন থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।

নিহত তিনজনের হাতে মেহেদী লাগানো দেখতে পেয়েছে পুলিশ। একজনের হাতে মেহেদী দিয়ে এসবিজিও লেখা ছিল।

এদিকে মথুরায় তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।