ঢাকা | বঙ্গাব্দ

ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো: ইসি সুলতানা

নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি, ঠিক তেমনি ভোটার উপস্থিতি, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরি
  • | ২৯ এপ্রিল, ২০২৪
ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো: ইসি সুলতানা নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন ও ভোটারহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো।


আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি, ঠিক তেমনি ভোটার উপস্থিতি, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরি। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সকলকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।


তিনি আরও বলেন, দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে, সেই জায়গাটা রদবদল হবে।


এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ পঞ্চগড় ও দিনাজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাচনের সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।