ঢাকা | বঙ্গাব্দ

‘মিনি পিকাসো’র আঁকা ছবি ৮ লাখ টাকায় বিক্রি!

ছবি বিক্রি করে বাণিজ্যিক সাফল্য পেলেও ছেলের শৈল্পিক স্বাধীনতাকে অগ্রাধিকার দেন লিসা। তিনি বলেন, সে কখন কী আঁকবে তা সম্পূর্ণরূপে তার নিজের ওপর নির্ভর করে।
  • | ৩০ মে, ২০২৪
‘মিনি পিকাসো’র আঁকা ছবি ৮ লাখ টাকায় বিক্রি! ‘মিনি পিকাসো’ লরেন্ট শোয়ার্জের বয়স মাত্র দুই

লরেন্ট শোয়ার্জের বয়স মাত্র দুই বছর। কিন্তু এরইমধ্যে শিল্পজগতে আলোড়ন সৃষ্টি করেছে তার আঁকা প্রাণবন্ত ও বিমূর্ত কিছু ছবি। তার আঁকা একটি ছবি বিক্রি হয়েছে ৭ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৮ লাখ ২০ হাজার টাকারও বেশি। খবর নিউইয়র্ক পোস্টের।

শিল্পবোদ্ধারা বলছেন, লরেন্ট শোয়ার্জের চিত্রকর্মে হাতি, ডাইনোসর এবং ঘোড়ার মতো প্রাণীদের উপস্থিতি দেখা যায়। ছবিগুলোতে এসব প্রাণীর বিমূর্ত আকারের একটি অনন্য মিশ্রণও দেখা যায়। উজ্জ্বল রঙের প্রতি শোয়ার্জের আগ্রহের কথা জানিয়েছেন তার মা লিসা। রঙের সংমিশ্রণে নিজস্ব দৃষ্টিভঙ্গি জানান দিতেও সক্ষম লরেন্ট শোয়ার্জ।

শোয়ার্জের এই প্রতিভায় সবার আগে অভিভূত হন তার মা। পরে তিনি ছেলের কাজ প্রদর্শনের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন, যা দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে। বর্তমানে ওই অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা ২৯ হাজারেরও বেশি। অনুসারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে শোয়ার্জের মা লিসা চিত্রকর্মগুলোর প্রদর্শনীর উদ্যোগ নেন।

অবশেষে গত এপ্রিলে জার্মানির মিউনিখের সবচেয়ে বড় শিল্প মেলায় প্রথমবারের মতো শোয়ার্জের দুটি ছবি প্রদর্শন করা হয় এবং শিল্প সংগ্রাহকেরা বিপুল আগ্রহ দেখিয়ে দুটি ছবিই কিনে নেন। এর মধ্যে একটি ছবি বিক্রি হয়েছে ৭ হাজার মার্কিন ডলারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি গ্যালারিতে শোয়ার্জের ছবি প্রদর্শনী করার জন্য আলোচনা চলছে।

ছবি বিক্রি করে বাণিজ্যিক সাফল্য পেলেও ছেলের শৈল্পিক স্বাধীনতাকে অগ্রাধিকার দেন লিসা। তিনি বলেন, সে কখন কী আঁকবে তা সম্পূর্ণরূপে তার নিজের ওপর নির্ভর করে।