ঢাকা | বঙ্গাব্দ

ফের স্পোর্টস ড্রামায় অজয় দেবগন

ময়দানের পর এবার আরও এক স্পোর্টস ড্রামায় দেখা যাবে বলিউড অভিনেতা অজয় দেবগণকে।
  • | ৩১ মে, ২০২৪
ফের স্পোর্টস ড্রামায় অজয় দেবগন অজয় দেবগণ

ময়দানের পর এবার আরও এক স্পোর্টস ড্রামায় দেখা যাবে বলিউড অভিনেতা অজয় দেবগণকে। তবে এবার ফুটবল নয় ক্রিকেট বিষয়ক ছবিতে থাকছেন তিনি। অজয়কে দেখা যাবে দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর ভূমিকায়।


চলচ্চিত্র প্রযোজক প্রীতি সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমরা খুব শীঘ্রই পালওয়াঙ্কর বালুর জীবনের উপর ভিত্তি করে একটি অন্যরকম সিনেমা তৈরি করতে চলেছি। যেখানে ওর ক্রিকেট জীবন সম্পর্কে দর্শকরা অনেক অজানা তথ্য পাবেন।’


তিনি জানান, এই ছবি নিছক খেলার ইতিহাসই শুধু নয়, তার চেয়েও বেশি কিছু তুলে ধরা হবে। পালওয়াঙ্কর বালুর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের ইতিহাস উঠে আসবে এই ছবির মাধ্যমে। যা দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী এ চলচ্চিত্র প্রযোজক। 


চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ রচিত ‘আ কর্ণার অফ আ ফরেন ফিল্ড’ বইটিকে অবলম্বন করেই তৈরি হবে পালওয়াঙ্কার বালুর বায়োপিক। 


দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পুণেতে মাঠকর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পালওয়াঙ্কার । তবে পরে ১৮৯৬ সালে হিন্দু জিমখানার হয়ে খেলেন। ক্রিকেট ক্যারিয়ার শুরু করার আগে তাকে যেভাবে শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেই সংগ্রামের কাহিনি এই ছবিতে ফুটিয়ে তুলবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।