ঢাকা | বঙ্গাব্দ

যৌন কেলেঙ্কারির মামলায় গ্রেফতার প্রোজ্জ্বল রেভান্না

বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন এবং ভিডিও রেকর্ড করার অভিযোগ ওঠে কর্ণাটকের হাসান কেন্দ্রের এই জেডিএস প্রার্থীর বিরুদ্ধে।
  • | ৩১ মে, ২০২৪
যৌন কেলেঙ্কারির মামলায় গ্রেফতার প্রোজ্জ্বল রেভান্না জনতা দলের (সেকুলার) বহিষ্কৃত নেতা ও লোকসভার বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্না

যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ মাথায় নিয়ে জার্মানি যান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র জনতা দলের (সেকুলার) বহিষ্কৃত নেতা ও লোকসভার বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্না।

শুক্রবার (৩১ মে) সেখান থেকে ভারতে ফিরেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন তিনি। অন্তত তিনটি যৌন কেলেঙ্কারির মামলায় প্রোজ্জ্বল গ্রেফতারি এড়িয়ে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অন্তত ২ হাজার ৯০০টি যৌন কেলেঙ্কারির ভিডিও, ছবি ছড়িয়ে পড়ে। ভারতে লোকসভা ভোটের মধ্যে সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।

এর মধ্যেই ২৭ এপ্রিল বিদেশে চলে যান প্রোজ্জ্বল। তা নিয়েও হচ্ছিল হইচই। ৩৫ দিন পর দেশে ফিরতেই তাকে গ্রেফতার করেছে কর্ণাটকের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)।

যৌন নিপীড়ন ও সেক্স টেপ মামলায় গ্রেফতার করা হলো তাকে। এসআইটি প্রোজ্জ্বল রেভান্নাকে তাদের হেফাজতে নিয়েছে। সেখানে তাকে ভাইরাল ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ডাক্তারি পরীক্ষাও করা হবে। শুক্রবার (৩১ মে) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বল কর্ণাটক রাজ্যের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। এবারও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসন থেকে।

এপ্রিল মাসেই প্রোজ্জ্বলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে। বাড়ির পরিচারিকা থেকে শুরু করে একাধিক নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন এবং ভিডিও রেকর্ড করার অভিযোগ ওঠে কর্ণাটকের হাসান কেন্দ্রের এই জেডিএস প্রার্থীর বিরুদ্ধে। কয়েকদিন পরেই সেই সব যৌন নিপীড়নের ভিডিও ফাঁস হয়। এরপর প্রোজ্জ্বল রেভান্নাকে গ্রেফতারের দাবি উঠার পর নির্বাচনী আসনের ভোটগ্রহণ শেষ হতেই কূটনৈতিক সুবিধার জোরে তিনি জার্মানির মিউনিখে চলে যান।

প্রোজ্জ্বলের এই অপকর্ম সামনে আসতেই জোটসঙ্গী জেডিএসর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির দূরত্ব তৈরি হয়। জেডিএস থেকে প্রোজ্জ্বলকে বরখাস্তও করা হয়। দেবেগৌড়াও নাতিকে দেশে ফিরে এসে তদন্তে সহযোগিতা করতে বলেন।

বিবিসি জানায়, এরপরই ২৭ মে প্রোজ্জ্বল একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি শুক্রবার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (এসআইটি) সামনে হাজির হবেন বলে জানান।