ঢাকা | বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ আজ, খেলা দেখবেন যেভাবে

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (১ জুন) প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
  • | ০১ জুন, ২০২৪
ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ আজ, খেলা দেখবেন যেভাবে সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি মাঠে গড়ায়নি।২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে পাচ্ছে একটি ম্যাচ। 


নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (১ জুন) প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। 


স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।


বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ কোনো প্রস্তুতি ম্যাচ। ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন সকাল সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।