গত ৯ বছরে একটি হিট সিনেমা নেই প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে! ২০০২ সালে ‘হামরাজ’ সিনেমা দিয়ে বলিউডে নাম লেখান প্রিয়াঙ্কা। এরপর তাকে দেখা যায় আলোচিত ও বক্স অফিসে সফল বেশ কয়েকটি সিনেমায়। একটা সময় তো দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রৌনত, ক্যাটরিনা কাইফের সঙ্গে হিন্দি সিনেমার শীর্ষ নায়িকাদের একজন ছিলেন।
কিন্তু হলিউডে যাওয়ার পর ঝামেলাটা বাধে। তাকে নিয়ে নানা কারণে চর্চা হয়েছে, বেশ কয়েকটি সম্মাননা-স্বীকৃতি পেয়েছেন। তবে বক্স অফিসে সাফল্য দিতে পারেননি তিনি।
হলিউডে তার অভিনীত ‘আ কিড লাই জেক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’, ‘উই ক্যান বি হিরোজ’, ‘লাভ অ্যাগেইন’, দ্য ওয়াইট টাইগার ইত্যাদি সিনেমা মুক্তি পেয়েছে, সব কটিই বক্স অফিসে ব্যর্থ।
রিচার্ড ম্যাডেনের সঙ্গে জুটি বেঁধে অ্যামাজন প্রাইমের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করেছেন। কিন্তু এ সিরিজ দিয়েও সাড়া ফেলতে ব্যর্থ। টানা ব্যর্থ হলেও প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক কিন্তু কম নয়।
মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ জানিয়েছে, সিনেমাপ্রতি ৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা) পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা।
সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে লিয়া নাইশুলার পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অব স্টেট’-এ।