বেনজীর-আজিজ ইস্যুতে সরকারের মন্তব্য লোক দেখানো এবং প্রতারণা; ক্ষমতাসীনদের প্রশ্রয়েই দেশ ছেড়েছেন সাবেক আইজিপি। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদের বিদেশে যাওয়া নিয়ে কথা বলেন তিনি। প্রশ্ন রাখেন, বেনজীর কীভাবে বিদেশে গেল? বলেন, এগুলো সব লোক দেখানো প্রতারণা।
ফখরুল বলেন, এক আজিজ আর বেনজীর না। অসংখ্য আজিজ বেনজীর তৈরি করেছে তারা।
বিএনপি মহাসচিব বলেন, সাফল্য একদিনে আসে না। সম্ভব হয়নি ঠিক, কিন্তু এখন পর্যন্ত আমরা সরে আসিনি। যখন জেলে যাই, মার খাই। তখন বুঝি আসলে পরিস্থিটা কী। বলেন, লড়াই চালাচ্ছি, চলবে, যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
বুদ্ধিজীবীদের নিজের উদ্যোগেই এগিয়ে আসা উচিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিজয় অর্জন করতেই হবে, সাফল্য আনতেই হবে। কৌশল পরিবর্তন হলেও লক্ষ্য অটুট আছে।