ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম দিলেন নারী

হাসপাতালটির এক চিকিৎসক ইয়াসির সুলেমান বলেন, ওই নারীর প্রসবযন্ত্রণা বেড়ে যায়। আমরা চেষ্টা করেও তাকে হাসপাতালের আপৎকালীন বিভাগে নিয়ে যেতে পারিনি।
  • | ০১ জুন, ২০২৪
হাসপাতালে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম দিলেন নারী ঘটনা ভারতের কেরালার

সেরিনা নামে ৩৫ বছর বয়সী এক নারী সরকারি পরিবহন সংস্থার বাসে চেপে ত্রিশূর থেকে কোঝিকোর যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার স্বামী। ত্রিশূরের একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছিলেন তারা। কিন্তু বাসের মধ্যেই অসহ্য প্রসবযন্ত্রণা শুরু হয় তার।

তারপরে দ্রুত বাসটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা বুঝতে পারেন, শারীরিক পরিস্থিতির জন্য ওই নারীকে বাস থেকে নামানো সম্ভব নয়। শেষমেশ বাস থেকে বাকি যাত্রীদের নামিয়ে চিকিৎসক এবং নার্সরা ওই প্রসূতির চিকিৎসা শুরু করেন। বাসের ভেতরেই সন্তানের জন্ম দেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করানো হয় মা এবং শিশুকে। বর্তমানে দুজনকেই পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

এ ঘটনা প্রসঙ্গে হাসপাতালটির এক চিকিৎসক ইয়াসির সুলেমান বলেন, ওই নারীর প্রসবযন্ত্রণা বেড়ে যায়। আমরা চেষ্টা করেও তাকে হাসপাতালের আপৎকালীন বিভাগে নিয়ে যেতে পারিনি। তবে আমাদের চেষ্টায় মা এবং শিশু, দুজনেই ভালো আছে। এমন অভিজ্ঞতা আগে কখনও আমাদের হয়নি।