মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মধ্য জেদ্দার আল ফয়সালিয়া জেলায় পাঁচতলা একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় আট জনকে উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ মে) সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
নিরাপত্তা বাহিনী এবং জরুরি সহায়তার কাজে নিয়োজিত কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে তারা আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে এবং ঘটনাস্থলে আরও ঝুঁকি কমাতে উদ্ধার অভিযান পরিচালনা করে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের বেসমেন্টে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভবন ধস হতে পারে। ভবনটিতে বিদেশি নাগরিক এবং সৌদি নাগরিক উভয়ই ভাড়া থাকত।
চলমান তদন্ত ধসের সঠিক কারণগুলো খতিয়ে দেখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে আশেপাশের ভবনগুলোর কাঠামোগত অবস্থান পরীক্ষা করে দেখবে।
নিরাপত্তাজনিত উদ্বেগ মোকাবিলায় ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ।