ঢাকা | বঙ্গাব্দ

কাঁচামরিচ আমদানি বেড়েছে

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে বলে জানা গেছে।
  • | ০২ জুন, ২০২৪
কাঁচামরিচ আমদানি বেড়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেড়েছে বলে জানা গেছে। এতে করে বাজারে কাঁচামরিচের দামও কমতে শুরু করেছে। বন্দরের আড়ৎগুলোতে কয়েকদিন আগে প্রতি কেজি মরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল। বর্তমানে সেই মরিচ ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


কাঁচামরিচ আমদানিকারকের প্রতিনিধি গোলাম মোস্তফা বলেন, প্রতিবছর বন্যায় কৃষকের কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়। এবার অনাবৃষ্টিতে নষ্ট হয়েছে। যে কারণে কাঁচামরিচের উৎপাদন কমে গেলে বাজার অস্থির হয়ে ওঠে। এদিকে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আমদানির অনুমতি দিলে গত ২৩ মে থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়।


এদিকে আমদানির প্রভাব বাজারে পড়েছে। গত দুইদিন থেকে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশীয় কাঁচামরিচের কিছুটা উৎপাদন বাড়ার কারণে দাম কমে গেছে।


 ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমানে আমদানিকৃত কাঁচামরিচ ভারত থেকে আসছে। প্রতিকেজি কাঁচামরিচের শুল্ক ৩৪ টাকার বেশি দিতে হচ্ছে। এত বেশি দামে কাঁচামরিচ কিনে কম দামে বিক্রি করলে পুঁজি থাকবে না। তাই আমদানিতে শুল্ক কমানো প্রয়োজন।


হিলি বন্দর সূত্রে জানা যায়, গত ৭ কর্মদিবসে ৩৮টি ট্রাকে ৪ হাজার ৩৬ মেট্রিক টন মরিচ আমদানি হয়। গত শনিবার (১ জুন) দুপুর পর্যন্ত ভারতীয় ৭টি ট্রাকে ৭০ মেট্রিক টন মরিচ আমদানি হয়েছে।

 

হিলি পানামা পোর্টলিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাপ হোসেন প্রতাপ মল্লিক বলেন, ঈদুল আজহা সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে মসলাজাতীয় পণ্য বেশি আমদানি হচ্ছে। এর মধ্যে গত ২৩ মে থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে।


কাঁচামরিচ যেহেতু পচনশীল পণ্য, তাই অতিরিক্ত তাপপ্রবাহে কোনো ক্ষতি না হয় সেজন্য মরিচসহ সব ধরনের কাঁচাপণ্য বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করা হচ্ছে।