ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। অরুণাচল প্রদেশে বিজেপি ইতোমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।
অন্যদিকে সিকিমে এবার লড়াই চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচ বারের সাবেক মুখ্যমন্ত্রী ও সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিংয়ে মধ্যে।
রোববার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই এই দুই রাজ্যে ভোটগ্রহণ হয়। নির্বাচনের শিডিউল ঘোষণার সময়ই কমিশন জানায়, এই দুই রাজ্যের ভোটগণনা হবে ২ জুন। অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে।
অবশ্য ৬০ আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতোমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাকি ৫০ আসনের মধ্যে ঠিক হবে কে আগামী পাঁচ বছর রাজ্যে শাসন করবে।
অন্যদিকে সিকিমে এবার দু’পক্ষের লড়াইয়ে প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচবারের সাবেক মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং।
এনডিএ জোট গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করে। এবারেও রাজ্যে ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী এই জোট। পাল্টা চামলিং ও তর দলের দাবি, গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন থমকে গেছে।
এনডিটিভি বলছে, অরুণাচল প্রদেশে স্বাভাবিক সময়ের মতো সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টায় ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। গণনা শুরু হওয়ার দুই ঘণ্টা পরে বিজেপি অরুণাচলের ২৪টি আসনে এবং তার মিত্র কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি একটিতে এগিয়ে রয়েছে।
অন্যদিকে সিকিমে বর্তমান ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা চারটি আসনে এগিয়ে রয়েছে, একটিতে মিত্র বিজেপি এবং অন্য একটিতে বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট এগিয়ে রয়েছে।
মূলত বিজেপির ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অরুণাচলের ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৫০টির ফলাফল আজ জানা যাবে। বিজেপি ২০১৯ সালে এই রাজ্যে ৪১ টি আসন জিতেছে এবং এবারের নির্বাচনে ৬০ টি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও রয়েছেন যিনি তাওয়াং জেলার মুক্তো আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক হিসাবে মোট চার মেয়াদের মধ্যে তিনবারই জিতেছেন।
অন্যদের মধ্যে চৌখাম থেকে উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন, ইটানগর থেকে তেচি কাসো, তালিহা থেকে নয়তো দুকাম এবং রোয়িং থেকে মুচ্চু মিথিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের মধ্যে রয়েছেন।
এছাড়া সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার আশা করছে। রাজ্যটির উভয় দলই ৩২টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি ৩১ জন প্রার্থী দিয়েছে এবং কয়েকটি আসনে তাদের প্রার্থীরা জোরালো লড়াই করবে বলে আশা করা হচ্ছে।
নতুন দল সিটিজেন অ্যাকশন পার্টি-সিকিম ৩০ টি আসনে লড়াই করছে। আর কংগ্রেস লড়ছে ১২টি আসনে।