স্টেগানের শিশুসুলভ ভুলে হারতেই বসেছিল বার্সেলোনা। তবে লা লিগায় রবার্ট লেভানডফস্কি দলটির ত্রাণকর্তা হয়ে দেখা দেওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।
সোমবার রাতে (৩০ এপ্রিল) ঘরের মাঠ লুইস কোম্পানিসে ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে ৩৩ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রইল বার্সা। সমান ম্যাচে ১১ পয়েন্ট বেশি নিয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।
লিগে সবশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারে বার্সেলোনা। সেই ব্যথাতুর স্মৃতি নিয়েই ভ্যালেন্সিয়ার বিপক্ষে নামে জাভির শিষ্যরা। শুরুটাও দারুণ ছিল। ২২ মিনিটেই পেয়ে যায় গোল। বাঁ প্রান্ত থেকে রাফিনিয়ার দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ফেরমিন লোপেজ। এরপরই টার স্টেগানের সেই ভুল। ২৭ মিনিটে সামনে এগিয়ে এসে পাস করতে গিয়ে বল হারান তিনি। সেই সুযোগে ম্যাচে সমতা ফেরান হুগো দুরো।
প্রথমার্ধে আরও একটি গোল হজম করে স্বাগতিকরা। এবার রোনাল্ড আরাউহোর কল্যাণে পেনাল্টি পায় অতিথিরা। ৩৮ মিনিটে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন পেপেলু।
তবে বার্সার কপাল ভালো, প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। ডি বক্সের বাইরে বল থামাতে এসে দলটির গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি দেখেন লাল কার্ড। পরের গল্পটা শুধুই লেভানডফস্কির। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইলকায় গুনদোয়ানের কর্নার থেকে হেড ফ্লিকে ম্যাচে সমতা ফেরান তিনি।
বার্সাকে ফের এগিয়ে নেন লেভানডফস্কিই, এবারও হেড থেকে। ৮২ মিনিটে সেই গোলের পর তিনি তৃতীয় করেন ইনজুরি সময়ে। অতিরিক্ত তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোলে বার্সার জয় আর নিজের হ্যাটট্রিক সারেন এই পোলিশ স্ট্রাইকার।