ঢাকা | বঙ্গাব্দ

কোরবানিকে ঈদকে সামনে রেখে দেশের রেমিট্যান্স বেড়েছে

চলতি বছরের মে মাসে প্রবাসী আয় আগের বছরের একই মাসের তুলনায় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
  • | ০২ জুন, ২০২৪
কোরবানিকে ঈদকে সামনে রেখে দেশের রেমিট্যান্স বেড়েছে ফাইল ছবি

চলতি বছরের মে মাসে প্রবাসী আয় আগের বছরের একই মাসের তুলনায় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কোরবানিকে ঈদকে সামনে রেখেই এ প্রবাহ বেড়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।


আজ রোববার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা যায়। চলতি বছরের মে মাসের দেশের প্রবাসী আয় দাঁড়িয়েছে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।


অর্থাৎ বছরের ব্যবধানে মে মাসের হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। তাছাড়া আগের মাসের তুলনা করলেও ১০ দশমিক ২৯ শতাংশ বেশি প্রবাসী আয় হয়েছে মে মাসে।

 

ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ পাঠান দেশে। তাই কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।