ঢাকা | বঙ্গাব্দ

'ক্যাম্প ফায়ার' বারে দফায় দফায় মারামারি

উত্তরা-১৪ নম্বর সেক্টরে 'ক্যাম্প ফায়ার' নামে একটি বারে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে।
  • | ০৩ জুন, ২০২৪
'ক্যাম্প ফায়ার' বারে দফায় দফায় মারামারি ক্যাম্প ফায়ার বারে মারামারির ঘটনা ঘটে

উত্তরা-১৪ নম্বর সেক্টরে 'ক্যাম্প ফায়ার' নামে একটি বারে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে।


প্রত্যক্ষদর্শীরা বলেন, গত রোববার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এসব ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে এমন কথা প্রত্যক্ষদর্শীরা বললেও আশপাশের হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে মেলেনি তাদের সন্ধান।


প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখে সংবাদ সংগ্রহে এগিয়ে যান তিনি। এ সময় তার ওপরও হামলা চালায় ক্যাম্প ফায়ার বারের কর্মচারীরা।

 

তিনি আরও বলেন, এক দফা মারামারি হয়েছে ক্যাম্প ফায়ার বারের কর্মচারীদের দুপক্ষের মধ্যে। দ্বিতীয় দফা মারামারিতে জড়িয়ে পড়েন ক্যাম্প ফায়ারের কর্মচারী ও বারে আসা ক্রেতারা। খবর পেয়ে পুলিশ এলে পালিয়ে যায় উভয়পক্ষই।

 

ক্যাম্প ফায়ার বার ভবনের দারোয়ান বলেন, চলতি বছরের পয়লা জানুয়ারি পার্টি চালু হওয়ার পর থেকে প্রায় ঘটছে এ ধরনের অপ্রীতিকর ঘটনা।

 

উত্তরা পশ্চিম থানার পুলিশ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে আনে। এ সময় কে বা কারা পুলিশের গাড়িতেও হামলা চালায়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।