ঢাকা | বঙ্গাব্দ

৮ম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মো. আরিফ (১৫) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে।
  • | ০৩ জুন, ২০২৪
৮ম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মো. আরিফ (১৫) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব নামে এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।


গত রোববার (২ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত মো. আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকার জাকির হোসেনের ছেলে এবং লালাহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।


আটক সাকিব একই এলাকার মো. রফিকের ছেলে। এবং নিহতের সহপাঠী।


নিহতের বাবা জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর বাড়ির পাশে খেলতে গিয়েছিল আরিফ। সাইকেল নিয়ে খেলছিল সে। এ সময় প্রতিবেশী ও একই স্কুলে পড়ুয়া সাকিবুল ইসলামের গায়ে সাইকেল লাগে। এ নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। এ সময় সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মারে। পরে সাকিবের বাবা-মাও আরিফকে মারধর করে। অতিরিক্ত আঘাতের কারণে আরিফের মৃত্যু হয়।


তিনি আরও বলেন, স্থানীয়রা উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, ‘খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে সাকিব, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ মারা গেছে। এ ঘটনায় পুলিশ সাকিবকে আটক করেছে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।