ঢাকা | বঙ্গাব্দ

হিজড়াদের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলবে

ছিনতাই ঠেকাতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলামের চোখ হারানোর ঘটনায় আটককৃত ৪ জনকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন।
  • | ০৩ জুন, ২০২৪
হিজড়াদের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলবে রমনা জোনের ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন

ছিনতাই ঠেকাতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলামের চোখ হারানোর ঘটনায় আটককৃত ৪ জনকে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন। সেইসঙ্গে হিজড়াদের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।


আজ সোমবার (৩ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান মুহাম্মদ আশরাফ হোসেন।


ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, গত শুক্রবার ৩১মে রাতে পরিবাগ এলাকায় এসআই মোজাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল ডিউটি করছিলেন।


হঠাৎ পথচারী ও এক রিকশাচালকের চিৎকার শুনে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। নিক্ষেপ করা হয় ইটপাটকেল। নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে চোখ হারান এসআই মোজাহিদুল।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত সবাই নকল হিজড়া। একইসঙ্গে তাদের চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত শুক্রবার (৩১ মে) দিবাগতরাতে টহলরত পুলিশের ওপর হামলার পর সিএনজিচালিত অটোরিকশায় করে চারজন হিজড়া তড়িঘড়ি করে পালিয়ে যান।