ঢাকা | বঙ্গাব্দ

সালমানের খামারবাড়িতে হঠাৎ অচেনা তরুণী, নতুন কোনো টোপ?

  • | ০৩ জুন, ২০২৪
সালমানের খামারবাড়িতে হঠাৎ অচেনা তরুণী, নতুন কোনো টোপ? সালমান খান

মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নিরাপত্তার জন্য বর্তমানে প্যানভেল খামারবাড়িতে থাকছেন বলিউডের ভাইজান সালমান। সেখানেই সম্প্রতি এক অচেনা তরুণী হাজির হয়েছিলেন। নাছোড়বান্দা যুবতীর দাবী, সালমানকে বিয়ে না করে তিনি কিছুতেই প্যানভেল ছেড়ে যাবেন না। খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা এসে সেই তরুণীকে পুলিশের হাতে তুলে দেন। সকলের মনে সন্দেহ, এটা কি সালমানকে হত্যা করার নতুন কৌশল?


রোববার অবশ্য সালমান তার খামারবাড়িতে ছিলেন না। ফলে, ঘটনা বড় আকার ধারণ করার আগেই স্থানীয়রা সামলে ফেলেন। ওই তরুণীর দাবি, তিনি সালমান খানের অন্ধ ভক্ত। অনেক দিনের স্বপ্ন, সালমানকে বিয়ে করবেন। তিনি ‘বিয়িং সালমান’ গ্রুপের সমর্থক। স্বপ্নপূরণ করতেই তার প্যানভেলে আসা। নিজের ইচ্ছা পূরণ না করে যাবেন না।


খামারবাড়িতে ঢুকতে না পেরে তিনি নাকি বাড়ির সামনেই বসে পড়েন। হট্টগোল শুরু করে দেন। এরপরেই স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় প্যানভেল তালুকা থানায়। সেখান থেকে ওই যুবতীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয়া হয়। সেখানেই তার কাউন্সেলিং হবে।


কৃষ্ণসার হরিণ হত্যার পরেই বিষ্ণোইয়ের নিশানায় সালমান। এখনও পর্যন্ত তাকে একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি, মু্ম্বাই পুলিশ জানিয়েছে, প্যানভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিলেন বিষ্ণোই। এই তরুণীও একই চক্রের সদস্য কিনা, তা বের করা হবে তদন্তের মাধ্যমে।