ঢাকা | বঙ্গাব্দ

তুফান আতঙ্কেও থাকছে ববির ‘ময়ূরাক্ষী’

রোজার ঈদের মতো আসন্ন কোরবানির ঈদেও মুক্তির দৌড়ে ছিল এক ডজন চলচ্চিত্র। ভক্তরা অনেকে ভেবেছিলেন শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরিফুল রাজদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে এবারের ঈদ।
  • | ০৩ জুন, ২০২৪
তুফান আতঙ্কেও থাকছে ববির ‘ময়ূরাক্ষী’ সংগৃহীত

রোজার ঈদের মতো আসন্ন কোরবানির ঈদেও মুক্তির দৌড়ে ছিল এক ডজন চলচ্চিত্র। ভক্তরা অনেকে ভেবেছিলেন শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরিফুল রাজদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে এবারের ঈদ। কিন্তু না, ভক্তদের সেই জল্পনায় ভাটা পড়ে গেল। একে একে সরে দাঁড়াচ্ছে ছবিগুলো।


শুরুতে ঈদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে শরিফুল রাজ অভিনীত ‘কবি’। এরপরই জানা গেল, আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার—কর্মফল’ও আসবে না। পরশু জানা গেল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ও পিছিয়ে যাচ্ছে। আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ ঈদে আসবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।


এদিকে, শাকিব খানের ‘তুফান’-এর টিজার ও গান মুক্তির পর বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। অনেকে ভাবছেন, এই ছবির কারণেই অন্যরা একে একে সরে পড়ছেন। 


তবে গতকাল জানা গেল, ‘ময়ূরাক্ষী’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। রাশিদ পলাশের ছবিটিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত প্রমুখ।  



এ প্রসঙ্গে পরিচালক পলাশ বলেন, ‘সাত মাস আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছি আমরা। ঈদের দৌড়ে যে ছবিগুলো আছে, বেশির ভাগের তো শুটিংই সম্পন্ন হয়নি। দুই মাস আগেই ঈদে মুক্তির ঘোষণা দিয়েছি। সেভাবে প্রচার-প্রচারণাও শুরু করেছি। এই সপ্তাহে নতুন গান প্রকাশিত হবে।


তিনি আরও বলেন, এই সপ্তাহে নতুন গান প্রকাশিত হবে। সামনের সপ্তাহে আসবে ট্রেলার। আমরা হল মালিকদের সঙ্গেও আলোচনা করছি। দর্শকরা ঈদে ছবিটি দেখতে পারবেন বলে কথা দিলাম।’