আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। সরকারের রাজস্ব আয়ের প্রধান তিনটি উৎস হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও শুল্ক। এ উৎসগুলো থেকে আয় সংগ্রহের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
এর বাইরেও অন্যতম একটি খাত রয়েছে সরকারের রাজস্ব আয় সংগ্রহের, যেটাকে সরকার বলে, কর ব্যতীত প্রাপ্তি (নন-ট্যাক্স রেভিনিউ)। সংক্ষেপে তা এনটিআর নামে পরিচিত।
ফলে এ তিন খাতে যেসব বিষয় রয়েছে এবার সেগুলোর মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেমন, সারাদেশে হাটবাজারের ইজারামূল্য কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে জমির নামজারির মাশুলও (ফি)। মোবাইল কোর্টসহ যেসব খাতে সরকার জরিমানা ও দণ্ড আরোপ করে, সেগুলোর পরিমাণও বাড়ানোর চিন্তা করছে সরকার।
এ ছাড়া যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটায় ও আগামীতে এ খাতে আরও উন্নয়নের জন্য উড়ালসড়ক, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সেতু পারাপারের টোল, সেবা ও প্রশাসনিক মাশুল বাড়ানোর কথা শোনা যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ৬ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যে বাজেট উপস্থাপন করবেন, তাতে এনটিআর থেকে এ পরিমাণ অর্থ আদায়ের কথা বলা হবে। তবে মাশুল বৃদ্ধির কোনো কথা অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে উল্লেখ করা হবে না।
অর্থ মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এনটিআরের বেশ কিছু জায়গায় মাশুল বৃদ্ধির সুযোগ রয়েছে। যেহেতু মূল্যস্ফীতি আছে তাই বাড়ানোর সুযোগ রয়েছে।