ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে সবচেয়ে ব্যবধানে জয়ের পথে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়বেরেলির আসনে বিজেপির প্রার্থী দিনেশ প্রতাপ সিংকে ২ লাখ ভোটের ব্যবধানে হারাতে যাচ্ছেন তিনি। ফলে রাহুল গান্ধী এই আসনে তায়ের মায়ের থেকেও বেশি ব্যবধানে জয় পেতে যাচ্ছেন।
সোনিয়া গান্ধী ২০০৪ সাল থেকে রায়বেরেলি আসন নিজের দখলে রেখেছেন। ২০১৯ সালে ১.৬৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে বেরিয়ে সোনিয়া গান্ধী রাজ্যসভায় গেলে এই আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে তার স্থলাভিষিক্ত হন রাহুল গান্ধী।
ভারতের নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুসারে, কংগ্রেসের রাহুল এই আসনে বিজেপির দিনেশের চেয়ে ২ লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এখন পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৯১৪। দিনেশের প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৮৭০।
কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলিতে ২০ মে ভোট হয়।
সূত্র: এনডিটিভি