ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরৎচন্দ্র পাওয়ার)-এর নেতা শারদ পাওয়ার জানিয়েছেন, কাল বুধবার (৫ জুন) তাদের নির্বাচনী জোট ‘ইনডিয়া’ বৈঠকে বসতে পারে। আজ মঙ্গলবার ভারতের লোকসভার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ধীরে ধীরে লোকসভার ৫৪৩টি আসনের ফলাফল ঘোষণা করছে।
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? ‘ইনডিয়া’ জোট সরকার গঠন করতে পারবে কিনা? শারদ পাওয়ারের কাছে এমন প্রশ্ন করেন সাংবাদিক। এর জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী কে হবেন আমরা এ ব্যাপারে চিন্তা করিনি। নিশ্চিত নয় ‘ইনডিয়া’ জোট সরকার গঠন করতে পারবে কিনা। আমরা কাল বৈঠকে বসব এবং আমাদের করণীয় নিয়ে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নিব।”
বার্তাসংস্থা পিটিআইকে প্রবীন এ রাজনীতিবিদ আরও বলেছেন, “আমি (ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস প্রধান) মালিকার্জুন খার্গে এবং সিতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলেছি। ‘ইনডিয়া’ জোটের বৈঠক সম্ভবত কাল দিল্লিতে হতে যাচ্ছে। আজ সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই অনুযায়ী দিল্লিতে থাকব।”
কংগ্রেসের অপর নেতা জয়রাম রামেস সোমবার জানান, ফলাফল ঘোষণার পর তারা বৈঠকে করবেন এবং নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন।
নির্বাচনের আগে বলা হয় এবার নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ভূমিধস জয় পাবে। তবে এই ধারণা ভুল প্রমাণ হয়েছে। ঘোষিত ফলে দেখা যাচ্ছে, মোদির এনডিএ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন ৭৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে। এতে দেখা যাচ্ছে মোদির বিজেপি এককভাবে পেয়েছে ৪৮টি আসন। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। আর অন্যান্য দলগুলো পেয়েছে বাকি আসন।
সূত্র: দ্য হিন্দু