ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে প্রায় দেড় লাখ ভোটে জয় পেয়েছেন। তৃতীয়বারের মতো এই আসন থেকে জয় পেলেন তিনি। কংগ্রেসের অজয় রাইকে হারিয়েছেন তিনি। এই আসনে তৃতীয় স্থানে আছেন বহুজন সমাজ পার্টির আতাহের জামাল লারি।
মঙ্গলবার (৪ জুন) বারাণসী আসনের ভোটগণনা শেষে এ ফল জানা যায়।
আসনটিতে থেকে নরেন্দ্র মেদি পেয়েছেন ছয় লাখ ১১ হাজার ৪৩৯ ভোট। আর কংগ্রেসের অজয় রাই পেয়েছেন চার লাখ ৫৯ হাজার ৮৪ ভোট।
এদিকে, বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে সাত লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লাখ ১০ হাজার ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ২৫৬ ভোট।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ (বাংলাদেশ সময় ৬টা ৩৬মিনিট) ফল অনুযায়ী, বিজেপি ৪৯ আসনে জয়ী এবং ১৯২ আসনে এগিয়ে। অন্যদিকে কংগ্রেস ২১ আসনে জয়ী এবং ৭৭ আসনে এগিয়ে।
ভোট গণনা থেকে আভাস পাওয়া যায় যে, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না।