ঢাকা | বঙ্গাব্দ

২০২৪ এসএসসির ফলসংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভুয়া: ঢাকা শিক্ষা বোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ প্রচারিত বিজ্ঞপ্তিটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নয়।
  • | ৩০ এপ্রিল, ২০২৪
২০২৪ এসএসসির ফলসংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভুয়া: ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ–সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে।


বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন।


কাজ সম্পন্ন হলে ফলাফল প্রকাশের তারিখ ও সময়সংবলিত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


গত শনিবার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৯ থেকে ১১ মের মধ্যে প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।


এখন এই তিন দিনের মধ্য থেকে যেকোনো এক দিন ফলাফল প্রকাশিত হতে পারে।