ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ভুল প্রমাণিত হয়েছে সব এক্সিট পোলের দাবি। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়, প্রায় ৩৫০ আসন পেয়ে ফিরবে এনডিএ, সেক্ষেত্রে বিজেপিকে এককভাবেই ম্যাজিক ফিগার ২৭২-এ পৌঁছে দেয় অনেক এক্সিট পোল। কিন্তু মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায়, ৩৫০ নয়, এনডিএর আসন থাকছে ৩০০'র কাছাকাছি।
শুধু তাই নয়, এককভাবে বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা হয়ত পাচ্ছে না, ফলে তাদেরকেও তাকিয়ে থাকতে হবে বাকি জোট শরীকের ওপর।
বুথফেরত জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠান মাই অ্যাক্সিস ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, পুরো ভারতে ৩৬১ থেকে ৪০১টি আসন পেতে পারে এনডিএ, অর্থাৎ বিজেপি এককভাবেই সম্ভবত ক্ষমতায় আসছে। শুধু তাই নয় পশ্চিমবঙ্গেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে চলেছে, সেই দাবি করেছিল মাই অ্যাক্সিস ইন্ডিয়া। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায়, তৃণমূল প্রায় তিরিশের কাছাকাছি চলে এসেছে, অন্যদিকে বিজেপি নেমে এসেছে গতবারের ১৮ আসনের চেয়ে অনেক নিচে।
ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিস ইন্ডিয়ার দেওয়া এক্সিট পোলে ইন্ডিয়া জোটকে দেওয়া হয় ১৩১-১৬৬ আসন, কিন্তু সব সমীক্ষায় বদলে গিয়েছে ফলাফল বের হওয়ার সঙ্গে সঙ্গেই। ফল ঘোষণার সময় ইন্ডিয়া টুডে চ্যানেলে লাইভ অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রধান প্রদীপ গুপ্তা।
কিন্তু সমীক্ষার ফল এত ভুল হতেই, লাইভ শোতে কেঁদে ফেলেন তিনি। এরপর সঞ্চালকরা উঠে এসে তাকে সামলান। সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হতেই বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা।