ঢাকা | বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী রাজ, মাদক ব্যবসায়ী ইধিকা

হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘কবি’ ছবির পর আবারও একসঙ্গে জুটি বেঁধে কাজ করবেন শরীফুল রাজ ও ইধিকা পাল।
  • | ০৫ জুন, ২০২৪
শীর্ষ সন্ত্রাসী রাজ, মাদক ব্যবসায়ী ইধিকা সংগৃহীত

হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘কবি’ ছবির পর আবারও একসঙ্গে জুটি বেঁধে কাজ করবেন শরীফুল রাজ ও ইধিকা পাল। ছবির নাম ‘সাহেব’।


এই ছবিতে কাজের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হলেও এখনো চুক্তি স্বাক্ষর হয়নি তাদের। ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন।


ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘রাজ ও ইধিকা ছবির গল্প, ছবির শুটিংয়ের সব পরিকল্পনা আয়োজন সম্পর্কে শুনেছেন। তারা সবকিছুই পছন্দ করেছেন। চুক্তি স্বাক্ষরটা একটু আয়োজন করে করতে চাই। আশা করছি দুই-চার দিনের মধ্যেই হয়ে যাবে।’


আরশাদ আদনানের ভাষ্য, ‘এর আগে শাকিব খানকে নিয়ে 'প্রিয়তমা' ও ‘রাজ কুমার’-এর মতো বড় প্রজেক্ট করেছি। সাকসেসও হয়েছি। আর ভালো সিনেমার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ। 'সাহেব' ছবিটিও বড় পরিসরেই তৈরি হবে। সেভাবেই এগোচ্ছে কাজটি।’


তিনি আরও বলেন, ‘ভালোভাবে নির্মাণের স্বার্থে 'প্রিয়তমা' ও 'রাজকুমার' ছবির পরিচালক হিমেল আশরাফ এই ছবির পরিচালক সাইফ চন্দনকে সহযোগিতা করতে প্রধান সহকারী হিসেবে কাজ করবেন। সঙ্গে ছোট পর্দার নির্মাতা সেতু আরিফও থাকবেন। এককথায়, 'প্রিয়তমা' ও 'রাজকুমার' ছবির টিম কাজ করবে পুরো ছবিতে। ফলে ভালো একটা সিনেমা নির্মাণের প্রত্যাশা করছি।’


ছবিটিতে কাজের ব্যাপারে শরীফুল রাজের ব্যবস্থাপক সায়লা আহমেদ বলেন, ‘আমি ও রাজ মিলে গল্প শুনেছি। তাদের কাজের পরিকল্পনা ভালো। সবকিছুই পছন্দ হয়েছে। চুক্তি তো এখনো হয়নি। হলে বিস্তারিত আরও জানাতে পারব।’


এদিকে কলকাতা থেকে এই ছবিতে কাজের ব্যাপারে ইধিকা বলেন, ‘গল্প পেয়েছি। পড়ছি। এখন শুটিং শিডিউল কবে থেকে দিতে পারব, সেটি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা চলছে।’


এবারও দেশের বাইরে থেকে নায়িকা কেন, জানতে চাইলে প্রযোজক বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই ইধিকা এই ছবিতে কাজ করবেন। তা ছাড়া ইধিকার ব্যাপারে আমার একটা দুর্বলতা আছে। কারণ, আমার মা ইধিকার অভিনয় পছন্দ করেন, তাকে ভালোবাসেন। ইধিকার মধ্যে আমাদের মতো বাঙালিয়ানাটা আছে, এ কারণে 'প্রিয়তমা' করে এ দেশে দর্শকের মন জয় করতে পেরেছেন এই অভিনেত্রী।’


জানা গেছে, অন্ধকারজগতের লড়াই নিয়ে এই ছবির গল্প। পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্পের ছবি হবে এটি। যেখানে রাজকে দেখা যাবে বস্তির ছেলে থেকে ছাত্রনেতা। একটা সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে শহরের একাংশের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ইধিকা মাদক ব্যবসায়ী। একটা সময় রাজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন।


কবে নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে, এ ব্যাপারে প্রযোজক জানিয়েছেন, আগামী বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনা আছে। তবে শাকিব খানকে নিয়ে আরেকটি ছবির প্রস্তুতি চলছে। ঠিকঠাকমতো যদি কাজটি হয়, তাহলে রোজার ঈদে যাবে শাকিবের ছবি আর রাজের ছবিটি ভালোবাসা দিবসে। আর তা না হলে রাজের ছবিই রোজার ঈদে মুক্তি পাবে।  

ছবির পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, প্রি-প্রোডাকশনের কাজ চলছে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু থেকে শুটিং শুরু হতে পারে।