নিউজিল্যান্ডের মতোই অভিনব কায়দায় টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপ থিমকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া এক্সে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কোয়ারের সুউচ্চ ভবনের দেয়ালে গ্রাফিক্সের মাধ্যমে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ভারত। যেখানে ঠাঁই মেলেনি অভিজ্ঞ লোকেশ রাহুল ও ওপেনার শুভমন গিলের। ফেরানো হয়েছে ঋষভ পন্তকে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া আসন্ন বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যর দলে যথারীতি অধিনায়কের ভূমিকায় থাকছেন রোহিত শর্মা। নানা সমালোচনার মধ্যেই তার ডেপুটি হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। আছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবও।
গাড়ি দুর্ঘটনার পর এক বছরেরও বেশি সময় পর চলতি আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ত। তাকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ভারত। আরেক উইকেটরক্ষক হিসেবে দলে আছেন সঞ্জু স্যামসন।
উইকেটের কথা মাথায় রেখে তিন পেসারের সঙ্গে চার স্পিনার দলে রেখেছে ভারত। এর মধ্যে দুজন অলরাউন্ডার—রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। এছাড়া আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা হার্ড হিটার শিবম দুবেকেও বিশ্বকাপ বহরে যুক্ত করেছে ভারত।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।