সারাদেশেই চলছে তীব্র তাপদাহ। এরইমধ্যে উত্তরপূর্বাঞ্চলের সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে। সারাদেশে বয়ে যাওয়া তাপদাহের মধ্যে এমন বৃষ্টি সিলেটবাসীর মধ্যে এনে দিয়েছে প্রশান্তি।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে।