ঢাকা | বঙ্গাব্দ

ডিএমপির অভিযান, ২২ মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • | ০৬ জুন, ২০২৪
ডিএমপির অভিযান, ২২ মাদককারবারি গ্রেপ্তার ২২ মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


আজ বৃহস্পতিবার (৬ জুন) ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।


এসময় মাদককারবারিদের হেফাজত থেকে ২ হাজার ২৭ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন, ১৯ কেজি ২০১ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৬টি মামলা হয়েছে।