ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বদলি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে বদলি করা হয়েছে।
  • | ০৬ জুন, ২০২৪
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বদলি সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বদলি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষকে বদলি করা হয়েছে। নানা বিতর্কিত কর্মকাণ্ডের পর তাকে বদলি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। 


আজ বৃহস্পতিবার (৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগদান করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্লব কুমার ঘোষ নিজেই।


এর আগে, সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত হন তিনি। পরে তাকে বদলি করে তার জায়গায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (এটিএম) এ কে এম বাহাউদ্দিন জাকারিয়াকে দায়িত্ব দেওয়া হয়।