টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল শুক্রবার (৭ জুন) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন।’
এর আগে, গতকাল বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহণও করেন।
জানা গেছে, শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নেবেন মোদি।