ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বগুড়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বারিত হয়েছেন আসিফ ইকবাল (ধুনট), শাহ জামাল (শেরপুর) ও আনোয়ার হোসেন রানা (নন্দীগ্রাম)।
ধুনটে আসিফ ইকবাল আনারাস প্রতীক নিয়ে ৪০ হাজার ৬০টি ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনার পর গতকাল বুধবার রাতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আশিক খান এ ফলাফল জানান।
শেরপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন। এ উপজেলায় শাহ জামাল (সিরাজী) মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪০ হাজার ১৮০ ভোট।
এদিকে, নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪ জন।