রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য পুনরায় ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আপিল বিভাগের আদেশের পর বিজ্ঞপ্তি স্থগিত করে ডিএসসিসি। ফলে এবার ঈদুল আজহায় আফতাবনগরে কোনো পশুর হাট বসবে না।
আজ বৃহস্পতিবার (৬ জুন) হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান শুভ।
এদিন আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে, গতকাল বুধবার (৫ জুন) ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহারের লিগ্যাল নোটিশ পাঠানোর পর আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির আইনজীবী।
আদালতে ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান শুভ বলেন, ৩১ মে পুনরায় আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য ইজারার জন্য বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওই সময়ে আপিল বিভাগের আদেশ ছিল না। আপিল বিভাগের আদেশ পাওয়ার পর ইজারার কার্যক্রম স্থগিত করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এ নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানানো হয়।
গত ৪ এপ্রিল ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।