ঢাকা | বঙ্গাব্দ

মধ্যরাতে গুলি করে যুবককে হত্যা

যশোরে মধ্যরাতে আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
  • | ০৭ জুন, ২০২৪
মধ্যরাতে গুলি করে যুবককে হত্যা নিহত আলী হোসেন (৩৫)

যশোরে মধ্যরাতে আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমতের ছেলে।


গতকাল বৃহস্পতিবার (৭ জুন) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। 


পুলিশ বলছে, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্বজনদের অভিযোগ, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 


জানা গেছে, নিহত আলী হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল মার্কার সর্মথক ছিলেন। নির্বাচন ঘিরে একই এলাকার ঘোড়া সমর্থক নবাব মেম্বার গ্রুপের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। 


তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু মানুষ সাংবাদিকদের জানান, আলী হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখলসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ে অনেকের সঙ্গে তার বিরোধ আছে। এছাড়া সদ্য সমাপ্ত নির্বাচনে একেক সময় একেক চেয়ারম্যান প্রার্থীর হয়ে সে কাজ করেছে।


এদিকে নিহতের বাবা রহমত আলী জানান, আলী হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। নির্বাচন ঘিরে একই এলাকার ঘোড়া প্রতীকের সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিল।


বর্তমানে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  


এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে স্থানীয়দের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। নির্বাচনী কোনো বিষয় আছে কি-না, সে বিষয়ে তদন্ত চলছে। আসামিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।