সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন, আর ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
দেশটির সুপ্রিম কোর্টের তথ্য বলছে, ১৫ জুন পবিত্র হজ পালিত হবে এবং কুরবানি হবে ১৬ জুন।
জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।
এদিকে, পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ওমানও। দেশটিতে আগামী ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এমইআরএ।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আজ। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সভা থেকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।