ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
  • | ০৭ জুন, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন মৃত্যু সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২জন শিশু ও একজন নারী।


বজ্রপাতে নিহতরা হচ্ছেন- শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা গ্রামের সুভাষ বোকত এর স্ত্রী ববি বোকত (২২), শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় মোসাঃ কবিতা খাতুন (১১)। শুক্রবার (৭ জুন) দুপুরে আম কুড়ানোর সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।


শিবগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুল ইসলাম আজু জানান, শুক্রবার বেলা তিনটার দিকে মৃত ববি তার বাড়ির সামনের একটি আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত আরম্ভ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।


মৃত মহিলার শ্বশুর জানান, দুপুরে খাবার পরে তার ছেলের বউ বাড়ির সামনের আম বাগানে একটি খাটলার পাশে দাঁড়িয়েছিল, এ সময় বজ্রপাত হলে বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে শিশু মোসাঃ কবিতা খাতুন (১১) মারা যায়।


অন্যদিকে ভোলাহাটে, আম বাগানে ঝড়বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ১০ বছরের শিশু আমেনা খাতুনের মৃত্যু হয়েছে।


মৃত শিশুটির পিতা এসলাম আলী জানান, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি আমবাগানে তার কন্যা আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়দের সহায়তায় তিনি আমেনাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।