ঢাকা | বঙ্গাব্দ

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

এমন দিনে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর।
  • | ৩০ এপ্রিল, ২০২৪
রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঝড়

চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার। যশোর জেলায় আজ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। এমন দিনে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর।


সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আজ দিনে বৃষ্টি নেমেছিল সিলেটে।


আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় সিলেট ও মৌলভীবাজারে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। তবে কিছু সময় পর সিলেটে মুষলধারে বৃষ্টি নামে। যা প্রায় ঘণ্টাব্যাপী চলে। আর নেত্রকোণার দুই উপজেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়।


সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন বলেন, মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে এমন বৃষ্টি আরও হতে পারে