ঢাকা | বঙ্গাব্দ

আবারও এনড্রিক জাদু, জয় নিয়েই মাঠ ছাড়ল ব্রাজিল

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন এনড্রিক।
  • | ০৯ জুন, ২০২৪
আবারও এনড্রিক জাদু, জয় নিয়েই মাঠ ছাড়ল ব্রাজিল সংগৃহীত

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন এনড্রিক। পরের ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষেও পেয়েছিলেন গোল। সেই এনড্রিক আরও একবার ত্রাতা হলেন ব্রাজিলের জন্য। গতকাল শনিবার মেক্সিকোর সঙ্গে ড্রতেই সন্তুষ্ট থাকতে হতো পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে ইনজুরি সময়ে এনড্রিকের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।


শনিবার (৯ জুন) ফিফা প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। এনড্রিক ছাড়াও ম্যাচে দুর্দান্ত খেলেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস।


টেক্সাসে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে ৫৪ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। মেক্সিকো এরপর ঘুরে দাঁড়ায় প্রবলভাবে। ম্যাচে ফেরায় সমতা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের সহায়তায় এনদ্রিকের দারুণ এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের দল। ব্রাজিলের হয়ে অপর গোল দুটি আন্দ্রেয়াস পেরেইরা এবং গাব্রিয়েল মার্টিনেলির। 


এদিকে, ফিফা প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেছে পর্তুগাল। ঘরের মাঠেই লুকা মদ্রিচ ও আন্তে বুদিমারের গোলে হেরেছে পর্তুগাল। তবে ঠিকই বড় জয় তুলে নিয়েছে স্পেন। পেদ্রির জোড়া গোল এবং আলভারো মোরাতা, ফাবিয়ান রুইজ ও মিকেল ওয়ারসাবালের গোলে ৫-১ গোলে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে স্প্যানিয়ার্ডরা।