খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ সমর্থক নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস (সন্তু লারমা) দলকে দায়ী করেছে ইউপিডিএফ।
গতকাল শনিবার (৮ জুন) রাত নয়টার দিকে পানছড়ি উপজেলার লোগাং হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বরুণ বিকাশ চাকমার (৫৫) বাড়ি খাগড়াছড়ি সদরের পাগুজ্জ্যাছড়িতে। তবে তিনি হাতিমারায় বসবাস করতেন।
জানা গেছে, শনিবার রাতে বরুণ বিকাশ চাকমা দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় তিন থেকে চারজন অস্ত্রধারী বাড়িতে নিয়ে গিয়ে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। যাওয়ার পথে আধা কিলোমিটার দূরে গিয়ে আরও কিছু ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়ায় তারা।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম। তবুও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।