ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তান ম্যাচের আগে চোট পেলেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ বাংলাদেশ সময় আজ (৯ জুন) রাত সাড়ে ৮টায়।
  • | ০৯ জুন, ২০২৪
পাকিস্তান ম্যাচের আগে চোট পেলেন রোহিত রোহিত শর্মা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ বাংলাদেশ সময় আজ (৯ জুন) রাত সাড়ে ৮টায়। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচের আগে অনুশীলনের সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা পেয়েছেন চোট।


বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে খেলেছিলেন রোহিত-কোহিলরা। ভারতের জয় পাওয়ার ম্যাচটিতে ফিফটিও হাঁকিয়েছিলেন অধিনায়ক রোহিত। তবে কাঁধে বল লাগায় রিটায়ার্ড হার্ট হন।


ওই ম্যাচ শেষে রোহিত জানিয়েছিলেন ঠিক আছেন তিনি। তবে নতুন খবর অনুশীলনের সময় তার হাতে চোট লেগেছে। বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট লাগে, সঙ্গে সঙ্গে ফিজিওরা এসে তার শুশ্রুষা করেন। এরপর অবশ্য আরেক প্রান্তে গিয়ে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। তাই আজ রোহিতের খেলার সম্ভাবনাই বেশি।


মূল স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি পাবলিক পার্ক ক্যান্টিয়াগে অনুশীলন করতে হয়েছে কোহলিদের। যা নিয়ে এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।


এদিকে চোটের কারণে আগের ম্যাচ খেলতে না পারা পাকিস্তানী অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দলে ফিরেছেন।


এ গ্রুপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরে চাপে আছে পাকিস্তান।