ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টি আইনে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

অল্প পুঁজি নিয়েও ভারতকে বেশ শক্তভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শেফালির ভার্মার উইকেট তুলে নেন মারুফা আক্তার।
  • | ৩০ এপ্রিল, ২০২৪
বৃষ্টি আইনে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ ইন্ডিয়া ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

অল্প পুঁজি নিয়েও ভারতকে বেশ শক্তভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শেফালির ভার্মার উইকেট তুলে নেন মারুফা আক্তার।


তবে এই ম্যাচে এই উইকেটই বাংলাদেশের আনন্দের একমাত্র উপলক্ষ্য।


এরপর দ্রুতই রান তাড়া করতে থাকে সফরকারীরা। তবে ইনিংসের ৫ দশমিক ২ ওভারে ৪৭ রানের মাথায় বৃষ্টির বাগড়ায় থেমে যায় ম্যাচ। এরপর এক ঘণ্টা ম্যাচ বন্ধ থাকলেও আর বল মাঠে গড়ায়নি।


মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ইনিংস ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। এতে বৃষ্টি-আইনে ১৯ রানে জয় পায় সফরকারীরা। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।


এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ঝড় শুরু করেন দিলারা আক্তার। তবে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি। ৬ বলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।


তিনে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারিও দারুণ শুরু করেছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রানের ইনিংস সাজান এই ব্যাটার।