ঢাকা | বঙ্গাব্দ

অলিগলিতে চিকা মেরে ‘ময়ূরাক্ষী’ প্রচারে নির্মাতা

আইটেম গানের ঝলক দিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিল পরিচালক রাশিদ পলাশ। গানটি এরই মধ্যে দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। আর মাত্র ৮ দিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’।
  • | ০৯ জুন, ২০২৪
অলিগলিতে চিকা মেরে ‘ময়ূরাক্ষী’ প্রচারে নির্মাতা সংগৃহীত

আইটেম গানের ঝলক দিয়ে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিল পরিচালক রাশিদ পলাশ। গানটি এরই মধ্যে দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। আর মাত্র ৮ দিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’। এদিকে সিনেমাটির প্রচারে ব্যস্ত রয়েছেন কলা-কুশলীরা। ব্যতিক্রমধর্মী সব পরিকল্পনা নিয়ে প্রচারে নেমেছেন তারা।

‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতা রাশিদ পলাশ নিজেই রাস্তায় নেমেছেন তার সিনেমাটি নিয়ে। পোস্টার-ব্যানার লাগাচ্ছেন না, চিকা মারছেন। অবাক করার মতো বিষয় হলেও সত্য। পোস্টার ছাড়াই ব্যাতিক্রম ভাবে শুরু হয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রচার।

রাশিদ পলাশ বলেন, ‘নিজেদের মতো করে ময়ূরাক্ষীর প্রচরণা শুরু করেছি। আমরা শুধু চাচ্ছি যতটা সম্ভব ময়ূরাক্ষীর নাম মানুষের কান পর্যন্ত পৌঁছাক। তাহলে খোঁজ-খবর জানলে দর্শক সিনেমাটি দেখতে হলে আসবে।’ সিনেমাটির নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, শহরের অলি গলিতে ‌‘ময়ূরাক্ষী’ চিকা সঙ্গে হ্যাশট্যাগ তিনি লিখেছেন- আছি_বাংলা_সিনেমার_উৎসবে।

‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার। টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট। গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে উত্তেজনা। টিজারের শেষে লেখা দেখা যায়– ‘বেঈমান পাখির গল্প’ ।

সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা বলেন, প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি, এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।