ঢাকা | বঙ্গাব্দ

‘তুফান’- এর অগ্রিম টিকেট বিক্রি শুরু

মুক্তির ১০দিন আগে ছবিটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে; প্রথম কয়েকদিনের ৪০ শতাংশ বিক্রিও হয়ে গেছে।
  • | ০৯ জুন, ২০২৪
‘তুফান’- এর অগ্রিম টিকেট বিক্রি শুরু শাকিব খান, মিমি চক্রবর্তী, রায়হান রাফি, প্রীতম হাসান

আসন্ন কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় সুপারস্টার শাকিব খানের ‘তুফান’। রোযার ঈদে তার ‘রাজকুমার’ মুক্তির আগে অগ্রিম টিকেট বিক্রির চিত্র দেখা গিয়েছিল। এবারও ব্যাতিক্রম ঘটেনি। মুক্তির ১০দিন আগে ছবিটির অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে; প্রথম কয়েকদিনের ৪০ শতাংশ বিক্রিও হয়ে গেছে।

সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম বলেন, সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুটস সিনেক্লাব থেকে প্রথম অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশে আমরাই প্রথম নিয়েছি। এতে করে দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয়। এবার ‘কালেকটেবল ক্লথ টিকেট’ নামে ঈদের দিনের টিকেটও রেখেছি। যেখানে পরিচালক রাফীর স্বাক্ষর থাকছে। ঈদের দিনে যারা এই টিকেট সংগ্রহ করছেন, তারা পরবর্তীতে রাফী এই সিনেমা হল ভিজিটে এলে তার সঙ্গে দেখা করে আড্ডা দেয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ‘তুফান’ নিয়ে দর্শকদের অনেক বেশি আগ্রহ দেখা গেছে। দর্শক চাহিদার কারণে ঈদের দিন ও তারপরের দিনগুলোর ৪০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। সিনেমার প্রচারে সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি ভূমিকা রাখে। তুফান নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। সেইদিক বিবেচনা করে বলা যায় এ ছবি অনেক ভালো সুফল বয়ে আনবে। আমরা শুরু থেকে ‘তুফান’ নিয়ে আশাবাদী।

নারায়ণগঞ্জের মিনিপ্লেক্স সিনেস্কোপেও শুরু হয়েছে ‘তুফান’ এর অগ্রিম টিকেট বিক্রি। হল সংশ্লিষ্টরা জানিয়েছেন, তুফান মুক্তির খবরে নিয়মিত দর্শক ছাড়াও সিনেস্কোপে অনিয়মিত প্রচুর দর্শকরা খোঁজ নিচ্ছেন। এরইমধ্যে প্রথম দিনের টিকেট বিক্রি শুরু হয়েছে৷

পরিচালক রায়হান রাফী বলেন, দর্শক চাহিদাকে মাথায় রেখে এই টিকেট ছাড়া হয়েছে। সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য থিয়েটারগুলোতেও আশা করছি দু-একদিনের মধ্যেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে এবং ঈদের দিন থেকে ‘তুফান’ দেখার ধুম পড়ে যাবে।

এর আগে শাকিব খানের টিজার ও দুটি গান প্রকাশের পর দুইবাংলা জুড়ে শোরগোল। যেখানে নতুন শাকিবকে আবিষ্কার করেন দর্শকরা। এরপর থেকে সোশ্যাল মিডিয়া তুফানময়।

আনকাট সেন্সর পাওয়া তুফানে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী। অ্যাকশন ধাঁচের এই ছবিতে শাকিব খানকে গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে।