ঢাকা | বঙ্গাব্দ

কাশ্মীরে তীর্থযাত্রী বাসে জঙ্গি হামলা! নিহত ১০

শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল তির্থযাত্রীদের বাসটি। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়।
  • | ১০ জুন, ২০২৪
কাশ্মীরে তীর্থযাত্রী বাসে জঙ্গি হামলা! নিহত ১০ জঙ্গি হামলার পর খাদে বাস

রোববার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা তির্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল তির্থযাত্রীদের বাসটি। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ভোটের আবহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে। দু’জায়গায় গুলি চলে ১৯ মে। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এক রাজনৈতিক নেতা। আর একটি ঘটনায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে আহত হন এক পর্যটক দম্পতি।