আইপিএল রানের ফুলঝুরি ছোটাচ্ছেন জেইক ফ্রেজার-ম্যাগার্ক। দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটার সেই রান করছেন ঝড় তুলে। তবে তার এমন পারফরম্যান্স মন গলাতে পারেনি অস্ট্রেলিয়ার নির্বাচকদের। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই ওপেনারের। সুযোগ পাননি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও।
চলতি আইপিএলের বড় চমক ম্যাগার্ক। ৬ ইনিংসে ২৩৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ফিফটি পেয়েছেন ৩ ম্যাচে, ১৫ বলে ফিফটি করেছেন দুবার। তবে অস্ট্রেলিয়ার নির্বাচকরা আইপিএল পারফরম্যান্স আমলে নেয়নি। ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞদের ওপর ভরসা রেখে দল সাজিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।
স্মিথের বাদ পড়াও খুব বড় চমক নয়। অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ‘অটোমেটিক চয়েজ’ নন স্মিথ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তাকে সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্মিথ। ওপেনিংয়ে সুযোগ পেয়ে দুই ইনিংসে করেছেন ১১ ও ৪ রান। আর সর্বশেষ ১৮ ইনিংসে তার ফিফটি মাত্র একটি। সেটিও গত নভেম্বরে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। গত এক যুগে এই প্রথমবার বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন স্মিথ।
অ্যাডাম জাম্পার সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন অ্যাস্টন অ্যাগার। চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। বাকি তিন পেসার—মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। এছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং অপশন হিসেবে ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, অধিনায়ক মার্শ নিজে তো আছেনই।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, যারা প্রাথমিক দলে নেই, তাদের ওপর চোখ রাখা হবে, ‘কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে। মনে রাখবেন, যদি আমরা দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, নাথান এলিস।