জল্পনা ছিল প্রধানমন্ত্রী নাকি বেশ কিছু পোর্টফোলিওয় অদল বদল করতে চাইছেন। সোমবার নিজ বাসভবনে মোদি ৩.০-র প্রথম বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। কিন্তু শেষপর্যন্ত দেখা গেল বড়সড় বদল করা হল না মন্ত্রিসভায়। বিশেষ করে ‘বিগ ৪’ রইল অপরিবর্তিত। অর্থাৎ স্বরাষ্ট্র অমিত শাহর, প্রতিরক্ষা রাজনাথের, অর্থ নির্মলারই রইল। রেলমন্ত্রী রইলেন অশ্বিনী বৈষ্ণব। সড়ক ও পরিবহন মন্ত্রণালয় পেলেন নীতিন গড়করি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
এছাড়া হরিয়ানার মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী, শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত আর গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। জে পি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী চিরাগ পাসোয়ান। অন্নপূর্ণা দেবী নারী ও শিশুকল্যাণ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারী শিল্প কুমারস্বামী। বিমানমন্ত্রী রামমোহন নাইডু। জিতনরাম মাঁঝি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শান্তনু ঠাকুর ওই মন্ত্রণালয়ের ডেপুটি। গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক। অজয় টামটা ও হর্ষ মালহোত্রা পেয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী। সি আর পাটিল জলশক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। ভূপেন্দ্র যাদব পরিবেশমন্ত্রী। বাংলার শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার সঙ্গে শপথ নেন আরও ৭১ জন। তাদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। ৩৬ জন প্রতিমন্ত্রী। বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। অবশেষে সোমবার তাদের মধ্যেই বণ্টন করা হল মন্ত্রণালয়ের দায়িত্ব।