ঢাকা | বঙ্গাব্দ

নামিবিয়াকে হারিয়ে ‘সুপার এইটে’ অস্ট্রেলিয়া

বুধবার (১২ জুন) নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে অজিরা।
  • | ১২ জুন, ২০২৪
নামিবিয়াকে হারিয়ে ‘সুপার এইটে’ অস্ট্রেলিয়া নামিবিয়ার বিপক্ষে ২০ রান করেন ডেভিড ওয়ার্নার।

নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১২ জুন) নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে অজিরা।


টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। জবাবে ৮৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় মার্শের দল।  


মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার। তবে ৮ বলে ২০ রান করে উইসের বলে আউট হন তিনি। কিন্তু আরেক ওপেনার ট্রাভিস হেড সেই ব্যাটিং তাণ্ডব বজায় রাখেন। ১৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর তিনে নামা মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। 


এর আগে জাম্পা-স্টোইনিসের বোলিং তাণ্ডবে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা নবম সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। এ ছাড়াও জস হ্যাজলউড এবং মাকার্স স্টোইনিস দুটি করে, প্যাট কামিন্স এবং নাথান ইলিস নেন একটি করে উইকেট।