ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ: গুলিতে নিহত ১, আহত ২০

চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আল আমিন নামে এক ব্যক্তি মারা গেছে।
  • | ১২ জুন, ২০২৪
চাঁদপুরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ: গুলিতে নিহত ১, আহত ২০ নিহত আল আমিন

চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আল আমিন নামে এক ব্যক্তি মারা গেছে। এছাড়া সংঘর্ষের সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে দুই পুলিশসহ ৬ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাতে শহরের পুরানবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের নেতৃত্বে ঘটনায় জড়িতদের আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছেন।


নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে আল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাইয়ের দাবি, এলাকার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝির ছেলে সজীব ও রাকিব গুলি করেন। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক সজীব জানান, মাথায় আঘাতের কারণে আল আমিন নামে একজন মারা গেছেন। 


অন্যদিকে, চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলম বলেছেন, রাতে এলাকার যুবকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে সংঘর্ষে আল আমিন নামে এক যুবকের মৃত্যুর কথা স্বীকার করেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।