ঢাকা | বঙ্গাব্দ

৩৪ বলেই ম্যাচ জিতে নিলো অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার পর টি২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
  • | ১২ জুন, ২০২৪
৩৪ বলেই ম্যাচ জিতে নিলো অস্ট্রেলিয়া সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পর টি২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। আজ বুধবার (১২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়াকে কোনো পাত্তাই দেয়নি মিচেল মার্শের দল। তুলে নেয় ৯ উইকেটের বিশাল জয়, সেটাও মাত্র ৩৪ বল ব্যাটিং করে। 


টসে হেরে আগে ব্যাট করে নামিবিয়া গুটিয়ে যায় মাত্র ৫২ রান করেই। দলের হয়ে দুই অংকের দেখা পান কেবল ওপেনার মাইকেল ফন লিংগেন এবং অধিনায়ক জেরহার্ড এরাসমাস। লিংগেন ১০ এবং এরাসমাসের ব্যাট থেকে আসে ৩৬ রান। অসি স্পিনার অ্যাডাম জাম্পা ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন জস হ্যাজেলউড এবং মার্কাস স্টয়নিস।


ছোট লক্ষ্যে খেলতে নামা অসিদের ছিল যেন বড্ড তাড়া। মাত্র ৩৪ বলেই তাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দলটি। দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে ডেভিড ওয়ার্নার ৮ বলে ২০ করে ডেভিড ভিসেকে ধরা দলেও ট্রাভিস হেড ১৭ বলে ৩৪ এবং মিচেল মার্শ 9 বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন বিশাল জয়।